কুয়েতে এমপি পাপুলের ৪ বছর জেল

কুয়েতে এমপি পাপুলের ৪ বছর জেল

মানবপাচারের মামলায় লক্ষ্মীপুরের সংসদ সদস্য মো. শহীদ ইসলাম ওরফে কাজী পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের একটি আদালত। 

আলকাবাস পত্রিকা জানায়, বৃহস্পতিবার কুয়েতের অপরাধ আদালতের বিচারক আবদুল্লাহ আল-ওতমাহ এই রায় দেন। পাপুলের কাজে সহায়তাকারী হিসাবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জাররাহসহ কুয়েতি দুই কর্মকর্তাকেও চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

পাপুলসহ দণ্ডিত প্রত্যেককে ১৯ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড দেওয়া হয়েছে ওই রায়ে।

পাপুলের গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা জহিরুল ইসলাম টিটু বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

যোগাযোগ করা হলে টিটু আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধিকে জানান, রায়ের পর উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে। তিনি (পাপুল) শুক্রবার আপিল করবেন। তার স্ত্রী ও মেয়ে দেশেই আছেন। তারা ভালো আছেন। 

গত ৬ জুন সরকারদলীয় এমপি পাপুল কুয়েতে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি দেশটির কারাগারে আছেন। পাপুল আন্তর্জাতিক প্রতিষ্ঠান মারাফিয়া কুয়েতিয়ার চেয়ারম্যান। ইতিমধ্যে কুয়েত সরকার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত এবং অবৈধ লেনদেন ও মানবপাচারের অভিযোগে ১৩৮ কোটি টাকা জব্দ করেছে। বাংলাদেশে পাপুল পরিবারের ৫৮৮টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক, যাতে লেনদেন হয়েছে প্রায় ৬১৬ কোটি টাকা।