কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য পরিবহন শুরু করল ইউক্রেন

কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য পরিবহন শুরু করল ইউক্রেন

কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য পরিবহনে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তির চারদিন পর শস্য পরিবহন শুরু করেছে ইউক্রেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।

ইউক্রেনের নৌবাহিনী এক টেলিগ্রাম বার্তায় বুধবার জানিয়েছে, ওডেসা বন্দরসহ চেরনোমোরস্ক এবং পিভদেনি বন্দর দিয়ে শস্য পরিবহন শুরু হয়েছে। বন্দর দিয়ে সারি সারি জাহাজ (ক্যারাভেন) আসা-যাওয়ায় একটি বড় জাহাজ নেতৃত্ব দেবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য পরিবহন বন্ধ ছিল। গত শুক্রবার তুরস্ক ও জাতিসংঘের প্রতিনিধিদের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য পরিবহেন এক ‘ঐতিহাসিক চুক্তি করে’। শস্য পরিবহন শুরুর ফলে   বিশ্বজুড়ে খাদ্যশস্যের দামে স্বস্তি মিলবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। সূত্র: আল জাজিরা