কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেছে নিজ ইউনিয়নের ছাত্রলীগ

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেছে নিজ ইউনিয়নের ছাত্রলীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে  কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তি করার  প্রতিবাদে  কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের  কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশালের উজিরপুর শোলক ইউনিয়ন ছাত্রলীগ।  

গত রোববার সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার নিজ ইউনিয়নে  

সোমবার  বিকাল সাড়ে ৪ টায় শোলক ইউনিয়ন  ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  ধামুরা বন্দরে অনুষ্ঠিত হয়েছে।  বিক্ষোভ মিছিলটি ধামুরা বন্দরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাস ষ্টান্ডে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে শোলক ইউনিয়ন ছাত্রলীগের  সভাপতি সুমন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শোলক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাক্ষ কাজী হুমায়ূন কবির, শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক  সাইফুর রহমান কুদ্দুস,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন মোল্লা,  প্রচার সম্পাদক বাবুল সিকদার,  উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি,  সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান রনি, আওয়ামীলীগ নেতা চঞ্চল সরদার,  ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম, শাকিল মোল্লা, সৈকত ফকির প্রমুখ।

 প্রতিবাদ সমাবেশ শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বাড়ির সামনে তার কুশপুত্তলিকা দাহ করেছে উপস্থিত আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,  শ্রমীকলীগের নেতৃবৃন্দ।