খালেদার সঙ্গে হাসপাতালে দেখা করেছেন পরিবারের ৬ সদস্য

খালেদার সঙ্গে হাসপাতালে দেখা করেছেন পরিবারের ৬ সদস্য

 

 

 

আজ সোমবার (১২ আগস্ট) ঈদের দিন বিকেলে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন পরিবারের ছয় সদস্য। কারা সূত্র বলেছে, বিএসএমএমইউ হাসপাতালে পরিবারের ৬ সদস্য যান। তারা হলেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান, দুই নাতনি জাফিরা রহমান ও জাহিয়া রহমান, ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং ভাতিজা অভিক ইস্কান্দার।

সোমবার দুপুর ২টা ১২ মিনিটে তারা বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের ৬ তলায় ৬২২ নম্বর কেবিনে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। এ সময় তারা খালেদা জিয়ার জন্য বাসার রান্না করা খাবার ও ব্যবহারিক সামগ্রী সঙ্গে নিয়ে যান।

কারাগারের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন জানান, বেগম খালেদা জিয়ার পরিবারের ৬ সদস্য বিকেল প্রায় ৩টায় আসেন। এক ঘণ্টা পর বিকেল চারটার পর তারা কেবিনে থেকে বের হন বলে জানান তিনি।