খুলনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ

খুলনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ

খুলনায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ও গুলি ছুড়েছে বলে অভিযোগ বিএনপির নেতাকর্মীদের। শুক্রবার (১৯ মে) বিকাল সোয়া ৪টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। আহতদের মধ্যে দিঘলিয়া সেনাটি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান, যুবদল নেতা জাহিদুর রহমানের নাম জানা গেছে। 

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘সমাবেশ পণ্ড করতে পুলিশ লাঠিচার্জ করে, গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে। অসংখ্য নেতাকর্মী আহত হয়। তাদের বিভিন্ন ক্লিনিকে নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারের পদত্যাগ, মামলার প্রতিবাদ, গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে বিএনপি। সমাবেশে বিএনপি নেতাকর্মীদের একটি মিছিলে পুলিশ বাঁধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার শুরু হয়।’

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, ‘শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু পুলিশের কাজে বাধা দেওয়াসহ ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির কর্মীরা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কয়েকটি টিয়ারগ্যাস ছোড়া হয়। বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’