খেজুর-মুরগির কোর্মা

উপকরণ:
মুরগির মাংস (৭০০ গ্রাম) ৮ টুকরা,
খেজুর ১০-১২টি (বিচি ফেলে দিতে হবে),
আদা বাটা ১ টেবিল চামচ,
খেজুর বাটা ১ টেবিল চামচ,
রসুন বাটা ১ চা চামচ,
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,
রসুন বাটা ১ চা চামচ,
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,
পেঁয়াজ বেরেস্তা বাটা ২ টেবিল চামচ,
দারুচিনি ২ টুকরা,
এলাচি ৪টি,
লবঙ্গ ৪টি,
দুধ ১ কাপ,
ক্রিম ২ টেবিল চামচ,
লবণ স্বাদমতো,
তেল আধা কাপ,
চিনি ১ চা চামচ,
কাঁচা মরিচ ৪০৫টি,
বাটার ১ টেবিল চামচ
প্রণালি:
মুরগির মাংস ধুয়ে পানি ঝরাতে হবে।আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ ও ২ টেবিল চামচ তেল দিয়ে মাংস মাখিয়ে রাখতে হবে ১ ঘণ্টা।
চুলায় সসপ্যান দিয়ে তাতে তেল, দারুচিনি, এলাচি ও লবঙ্গ ফোড়ন দিয়ে মাখানো মাংস ঢেলে একটু নাড়াচড়া করে ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে।
মাংস সেদ্ধ হলে আস্ত খেজুরগুলো দিন।
অন্য একটি ফ্রাইপ্যানে বাটার দিয়ে তাতে খেজুর বাটা, বেরেস্তা বাটা ও দুধ দিয়ে জ্বাল দিয়ে সস তৈরি করে মাংসে ঢেলে দিন।
সব শেষে কাঁচা মরিচ ও ক্রিম দিয়ে গরম গরম পরিবেশন করুন।