গাজীপুরে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসবিরোধী র‌্যালি অনুষ্ঠিত

গাজীপুরে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসবিরোধী র‌্যালি অনুষ্ঠিত

শুক্রবার সকালে গাজীপুরের উত্তর ছায়াবিথী নিরাপত্তা ও সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসবিরোধী একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উত্তর ছায়াবিথী জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি লালমাটিয়া, শ্মশান, জনতার গলি এবং ভূতের গলি হয়ে জোড় পুকুর পাড় বটতলায় এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের আহ্বায়ক হারুন অর রশিদ খান তপন, এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শাহানুর আলম

অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি

জাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক

অন্যান্য বক্তারা: মির্জা মঈন, আব্দুল বাতেন, ইসমাইল খান, হাসিবুর রহমান মুন্না, খাঁন জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক আজাদ, মির্জা নঈম, নাইমুল হাসান, শামসুজ্জামান বকুল, নাঈম আহমেদ শিশির, লিটন আহাম্মদ এবং মনিরুজ্জামান

এই কর্মসূচির মাধ্যমে সমাজ থেকে কিশোর গ্যাং, মাদক এবং সন্ত্রাস নির্মূলের প্রত্যয় ঘোষণা করা হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন এবং নিরাপদ সমাজ গড়তে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।