গৌরনদীতে জাটকা বিক্রির অপরাধে জরিমানা

গৌরনদীতে জাটকা বিক্রির অপরাধে জরিমানা

বরিশালের গৌরনদীতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে জাটক্ ইলিশ বিক্রি করার অপরাধে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস রোববার সকালে এক মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি জাটকা জব্দ করেছে। 

উপজেলার বাটাজোর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাছ বিক্রেতা সোহাগ সরদারকে এ জরিমানা আদায় করে লিখিত মুসলেকা নেন। এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল বাসার, ফিল্ড এসিস্টেন্ট বিকাশ কুমার নাগ উপস্থিত ছিলে।