গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন খালেদা জিয়া

গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন খালেদা জিয়া

করোনা টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন তিনি।রবিবার খালেদা জিয়ার এক স্বজন  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “টিকার জন্য রেজিস্ট্রেশন করলেও তারিখ জানানো হয়নি। এ জন্য সরকারের অনুমতিরও প্রয়োজন হবে। সরকারের অনুমতি পেলেই টিকা নেবেন খালেদা জিয়া।”

খালেদা জিয়ার ওই স্বজন বলেন, “বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার বিষয় আছে। দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হবে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলে যে কোনো দিন টিকা নেবেন খালেদা জিয়া।”

এদিকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন,“চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন নতুন করে কোনো জটিলতা তৈরি হয়নি। মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিনই তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।”