চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ উপগ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ উপগ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বগি ভিত্তিক ছাত্র  রাজনীতি যেন থামছেই না।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বারংবার ছাত্রলীগের উপগ্রুপ গুলো আন্তঃকোন্দলে জড়িত হচ্ছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের বিজয় গ্রুপ ও সিএফসি গ্রুপের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

এসময় বিজয় গ্রুপের এক পূর্ব শত্রুতার জেরে কর্মীকে মারধর করে ও ফাঁকা রাউন্ডে গোলাগুলি করে। অন্যদিকে একটি গাড়ি ও ভাঙচুর করে।পরে আহত কর্মীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজয় গ্রুপের এক কর্মী বলেন,আমাদের এক কর্মী আমানত হলের সামনে একটি হোটেলে দুপুরে খাবার সময় তারা পূর্বপরিকল্পিত ভাবে হামলা করে।এসময় তারা গোলাগুলি ও করে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। একজন কিল-ঘুষিতে আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।