চিরন্তনীর বার্ষিক কর্মী সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত

চিরন্তনীর বার্ষিক কর্মী সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত

চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠন, অধ্যাত্ম চর্চা ও গবেষণা কেন্দ্রের বার্ষিক কর্মী সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সদর রোডস্থ কির্তনখোলা মিলনায়তনে কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সমাজসেবা ও শিক্ষায় অবদান রাখায় শ্রী রাখাল চন্দ্র দে - কে গুণিজন সংর্বধনা দেওয়া হয়। এছাড়ও সাংস্কৃতিক বিষয়ে বিশেষ অবদান রাখায় সাবেক সভাপতি শ্রী সুব্রত দেবনাথ সজল-কে সম্মাননা প্রদান করা হয়।

পরে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি বিশ্বনাথ রায় ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার শীলকে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট এর ট্রাস্টি শ্রী ভানু লাল দে এবং অনুষ্ঠানটি উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট এর ট্রাস্টি শ্রী সুরঞ্জিত দত্ত লিটু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল, অ্যাড. হিরন কুমার দাস, সহকারী অধ্যাপিকা সঙ্গীতা সরকার, সহকারী অধ্যাপিকা অঞ্জু বড়াল প্রমুখ।