জনগণ আন্তরিকভাবে সহায়তা করলে অপরাধ কমবে

জনগণ আন্তরিকভাবে সহায়তা করলে অপরাধ কমবে

জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে বরিশালে বীট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে জনগণ আন্তরিকভাবে সহায়তা করলে অপরাধ কমবে বলে ধারণা পুলিশের। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর ব্রজমোহন (বিএম) কলেজ রোডে কোতয়ালী মডেল থানার বৈদ্যপাড়া বীট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এসব কথা বলেন। 

পুলিশ কমিশনার আরও বলেন, অপরাধ প্রতিরোধে প্রতিটি থানার প্রতিটি এলাকাকে ছোট ছোট ভাগে (বীট) বিভক্ত করে পুলিশের একজন উপ-পরিদর্শককে এক একটি বীটের দায়িত্ব দেয়া হয়েছে। উপ-পরিদর্শকের সঙ্গে থাকবে কয়েকজন পুলিশ সদস্য। বীটের দায়িত্বপ্রাপ্তরা জনসাধারণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। 

জনসাধারণ বীট পুলিশিং কার্যক্রমে সহায়তা করলে অপরাধ সংঘঠিত হওয়ার আগেই সেগুলো প্রতিরোধ করা সম্ভব হবে। পুলিশের সেবা পেতে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান পুলিশ কমিশনার।