জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বরগুনায় সমাবেশ

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় আমাদের জাতীয় পতাকা বিধিমালা লঙ্ঘন করে জাতীয় পতাকার অমর্যাদাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে চেতনায় মুক্তিযুদ্ধ'র আয়োজনে ও বরগুনা প্রেসক্লাবের সহযোগিতায় ঘন্টাব্যাপী এ প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বরগুনা মুক্তিযুদ্ধ যাদুঘর'র ট্রাস্টি চিত্ত রঞ্জন শীল, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনিরুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি, বরগুনা খেলাঘরের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন'র সভাপতি সুমন শিকদার এর স্বাক্ষরিত স্মারকলিপি প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়েছে।
পাবলিক পলিসির সভাপতি সাংবাদিক হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে ও মনির হোসেন কামাল এর সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন শীল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিয়ার রহমান, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদী, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন'র জেলা সেক্রেটারী তাসনিয়া হাসান অর্পিতা।