জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের তৃতীয় জেলা সম্মেলন

জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের তৃতীয় জেলা সম্মেলন


সমান কাজে সমান মজুরি, প্রসূতিকালীন ছুটি, কাজের নিরাপত্তা, নিয়োগপত্র, সার্ভিস বই, ১৬০০০ টাকা ন্যূনতম মজুরি, সমতাভিত্তিক রাষ্ট্রনীতি, শ্রমিক নির্যাতন বন্ধ, পাশবিকতা, সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ এবং সামাজিক নিরাপত্তাসহ বস্তিবাসী দিনমজুরদের সারা বছরের কাজের দাবি আদায়ের শপথ গ্রহণের মধ্য দিয়ে বরিশালে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হল চত্ত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা জোছনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী।

বক্তৃতা করেন বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ, এম.এ. জলিল, অপূর্ব গৌতম, আলাউদ্দিন মোল্লা, স্বপন দত্ত, আখতার রহমান সপ্রু, রুহুল আমিন, সম্পা দাস, রোজিনা আক্তার,  তুষার সেন। বরিশালের বিভিন্ন কলকারখানায় কর্মরত নারী শ্রমিকরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। 
সম্মেলন শেষে সাংগঠনিক অধিবেশনে উপস্থিত কাউন্সিলদের সর্বসম্মতিক্রমে বীনা রানীকে সভাপতি, জোছনা বেগমকে সাধারণ সম্পাদক এবং ইতু রানী সোমকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা কমিটি গঠন করা হয়।