জাতীয় শিক্ষা সপ্তাহে বরিশালের ৩ নৃত্যশিল্পীর কৃতিত্ব

জাতীয় শিক্ষা সপ্তাহে বরিশালের ৩ নৃত্যশিল্পীর কৃতিত্ব

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ জাতীয় পর্যায়ে নৃত্যে বরিশালের কৃতিত্ব অর্জন করেছে তিনজন নৃত্য শিল্পী। সোমবার ৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের চূড়ান্ত পর্বে অংশ নিয়ে ওই কৃতিত্ব অর্জন করেছে।

তারা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব দেখিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এরা হলো ক গ্রুপে লোক নৃত্যে ফাবাবিহা হুমাইদি অহনা তৃতীয় স্থান, ‘গ’ বিভাগে রিয়ন্তি দে প্রথম স্থান এবং ‘ঘ’ বিভাগে তানজিরা আক্তার তানজিন দ্বিতীয় স্থান অর্জন করেছে।

বরিশালের এই অর্জনে তাদের অভিনন্দন জানিয়েছেন নৃত্যের শিক্ষক ও নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুরাদ জামান খান।