জিয়ার মৃত্যু বার্ষিকী উদযাপনে বরিশাল বিএনপি’র প্রস্তুতি সভা
ajkalerbarta
May 28, 2019 - 19:12
Updated: May 28, 2019 - 19:12
বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বরিশাল বিএনপি। মঙ্গলবার সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ-সভাপতি মো. হাসান আলী, সহকারী সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যরা। সভায় নানা আয়োজনে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালনের সিদ্ধান্ত হয়।