ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে সমাবেশ

ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে সমাবেশ

ঝালকাঠিতে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বর্নাঢ্য সমাবেশ করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর সংগঠিত তিনটি ইউনিয়ন সমাজের ১০ টি পল্লী সমাজসহ বিভিন্ন নারী সংগঠন এবং সরকারি ও বেসরকারি সংগঠনের শতশত নারী-পুরুষ এ সমাবেশে অংশ নেয়। জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারমিন মৌসুমী কেকা, ব্র্যাকের জেলা কোডিনেটর মো. মোতাহের হোসেনসহ সমাবেশে গণ্যমান্যব্যক্তি বর্গ বক্তব্য রাখেন।