ঝালকাঠিতে পুলিশ ও আ’লীগের বাঁধায় বিএনপির কর্মসূচি পন্ড

পুলিশের বাঁধা আর সরকার দলীয়দের বাঁধার মুখে ঝালকাঠিতে বিএনপির কেদ্রিয় কর্মসূচি পন্ড হয়েছে। পুলিশের সাথে ধস্তাধস্তি ও লাঠিচার্জে বিএনপির ৫/৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার সকাল ১১ টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেদ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সামনে সমাবেশ শুরু হয়।
এ সমাবেশে বিএনপির কেন্দ্রিয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন প্রধান অথিতি হিসেবে উপস্থিত হন। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সভা শুরু করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সরকার দলীয় নেতাকর্মীরাও মিছিল নিয়ে কর্মর্সচিতে বাঁধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠি চার্জে বিএনপির কয়েকজন আহত হন।
বিএনপির কেন্দ্রিয় নেতা বিলকিস আক্তার জাহান শিরিন তার ওপর হামলার অভিযোগ করে বলেন, শান্তিপূর্ন কর্মসূচিতে সরকার দল ও পুলিশী বাঁধার তীব্র নিন্দা জানান ।
বিএনপির কেন্দ্রিয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, আমার উপর হামলা চালানো হয়েছে। আলীগের নেতা-কর্মীরা বিএনপির নেতাকর্মীদের হামলা করে আহত করে।