ঝালকাঠিতে বিদ্যালয়ের মামলা প্রত্যাহারের দাবি

ঝালকাঠিতে বিদ্যালয়ের মামলা প্রত্যাহারের দাবি

ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে এলাকার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানবন্ধন চলাকালে বক্তব্য দেন, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন, প্রধান শিক্ষক নিত্যানন্দ বালা, শিক্ষার্থী তাউসিন আহম্মেদ সারা। বক্তারা অভিযোগ করেন, বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয় একটি শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টির সাবেক সভাপতি সোহরব হোসেন নতুন ম্যানেজিং কমিটি মেনে নিতে পারেননি তাই তিনি বাবুল হাওলাদার নামের এ ব্যক্তিকে দিয়ে বর্তমান কমিটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করিয়েছেন। মানববন্ধন থেকে ওই মামলা দ্রুত প্রত্যাতাহেরর দাবি জানিয়েছে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।  

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ শতাধিক মানুষ অংশ নেয়।