ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক মো. জোহর আলী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে তিনি জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মো. জোহর আলী এসব সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, জিয়াউল হাসান পলাশ, চিত্তরঞ্জন দত্ত, মানিক রায়, শ্যামল সরকার, শফিউল আজম টুটুল, এসএম রেজাউল করিম, মাহমুদুর রহমান পারভেজ প্রমুখ।