ঝালকাঠীতে কলেজ ছাত্র হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঝালকাঠীতে কলেজ ছাত্র হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঝালকাঠীর রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামে এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান মনিব ওরফে শুভ হত্যা মামলায় ৩ সহোদর সহ ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সাথে মামলার অপর ৫ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় ট্রাইব্যুনালের বিচারক এ,এইচ,এম মাহমুদুর রহমান আসামীদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। এদিকে এ মামলার অপর ৩ আসামী শিশু হওয়ায় তাদের বিচার কার্যক্রম চলছে ঝালকাঠীর শিশু আদালতে।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলো তিন সহোদর বেল্লাল ফকির, হেলাল ফকির ও ফয়সাল ফকির এবং জসিম খান। খালসপ্রাপ্তরা হলো নবীন মিয়া, মো. ইসরাফিল, মো. জুয়েল, আব্দুস সালাম ও মো. এনারুল। দন্ডপ্রাপ্তরা ওই এলাকার বাসিন্দা। 

ট্রাইব্যুনাল সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ২৫ মার্চ রাতে রাজাপুরের বড়ইয়া গ্রামের বাসিন্দা ও রাজাপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান মনিব ওরফে শুভকে পিকনিকের নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। পরদিন সকালে শুভর স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। 

এ ঘটনায় শুভর বাবা মো. আবদুল্লাহ আল মাহবুব বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৬ জনকে আসামী করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

রাজাপুর থানায় পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ৯ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ২০ জুলাই আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। একই মামলার আসামী অপর ৩ শিশুর বিরুদ্ধে আদালতে পৃথক অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা। 

পরে বরিশাল বিভাগীয় ট্রাইব্যুনালে ২৪ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় আজ ৩ সহোদর সহ ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের দন্ডাদেশ দেয়া হয়। অপর ৫ আসামীকে দেয়া হয় বেকসুর কালাস। মামলার অপর ৩ আসামী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার চলছে ঝালকাঠী শিশু আদালতে। 

আজকের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী ও তার স্বজনরা। এদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চাদালতে আপীল করার কথা জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী আব্দুল মালেক।