গতকাল ২৭ মে সোমবার বরিশাল ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ ও ম্যাটস এর আয়োজনে পবিত্র রমজান মাসের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রায় ৬৫০ জন ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুস্ঠিত হয়।
এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডি ডাব্লিউ এফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম সিরাজুল ইসলাম, অধ্যক্ষ ডি ডাব্লিউ এফ ম্যাটস, বরিশাল। আনোয়ারা বেগেম, অধ্যক্ষ, বরিশাল নার্সিং কলেজ, পিংকি রানী শিল, উপাধ্যক্ষ, রাজধানী নার্সিং কলেজ, ড. শুভংকর বাড়ৈ,রাজধানী নার্সিং কলেজ। আব্দুল্লাহ আল মাওদুদ,পরিচালক প্রশাসন, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ ও ম্যাটস, লিটু আহসান, পরিচালক ফিন্যান্স এন্ড কমিউনিকেশন, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ ও ম্যাটস। হাসিবুল ইসলাম, যুগ্ন পরিচালক, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ ও ম্যাটস।
এ ছারাও উপস্থিত ছিলেন ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ ও ম্যাটস এর সকল শিক্ষক শিক্ষিকা,কর্মকর্তা কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ এবং রাজধানী নার্সিং কলেজ ও ম্যাটস এর সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা বৃন্দ।