ডেলটার বিরুদ্ধে সমান কার্যকর ফাইজার ও অক্সফোর্ড টিকা

ডেলটার বিরুদ্ধে সমান কার্যকর ফাইজার ও অক্সফোর্ড টিকা

বর্তমানে বিশ্বজুড়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্টের দাপট চলছে। অতি সংক্রমক এই ভ্যারিয়েন্টের কারণেই দেশে দেশে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার অন্যতম কারণ। তবে গবেষকেরা বলছেন, ডেলটা ভ্যারিয়েন্ট থেকে কার্যকর সুরক্ষা দিতে পারে ফাইজার বা অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার পূর্ণাঙ্গ ডোজের করোনার টিকা। ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজ যুক্তরাজ্যে শনাক্ত হওয়া আলফা ধরনের বিরুদ্ধে যতটা কার্যকর ছিল, ডেলটার বিরুদ্ধেও প্রায় ততটাই কার্যকর। নতুন একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে গত বুধবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে এখন সবচেয়ে বেশি ছড়িয়েছে করোনার ডেলটা ধরন। এই ধরনের বিরুদ্ধে সুরক্ষা পেতে টিকা কার্যকর ভূমিকা রাখছে। বিশেষত যাঁরা ইতিমধ্যে ফাইজার কিংবা অক্সফোর্ডের টিকার দুই ডোজ নিয়েছেন, তাঁদের সুরক্ষা পাওয়ার সম্ভাবনা আলফা ধরনের প্রায় কাছাকাছি।

ডেলটার ধরনের আগে শনাক্ত হওয়া অন্যান্য ধরনের মধ্যে আলফা ভ্যারিয়েন্টকেই সবচেয়ে সংক্রামক বলে বিবেচনা করা হতো।