ডেসটিনির অর্থপাচারের মামলার রায় ১২ মে

ডেসটিনির অর্থপাচারের মামলার রায় ১২ মে

ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ অপর আসামিদের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৭ মার্চ) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম দিন ধার্য করে এই আদেশ দেন। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।