ঢাকার ধামরাইয়ে ৩০ ফুট গভীর খাদ থেকে যুবকের লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে মহাসড়কের পাশে ৩০ ফুট গভীর খাদ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ধামরাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতস্থানে হত্যার পর লাশটি গাড়িযোগে এখানে ফেলে রাখা হয়েছে।
উক্ত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় পথচারীরা গাড়ির লাইটের আলোতে ৩০ ফুট গভীর খাদে লাশটি দেখতে পায়। বিষয়টি অবহিত হলে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদকে পাঠান। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ধামরাই থানার কম্পাউন্ডে নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, স্থানীয়রা ঢাকা-রিসা মহাসড়কের জয়পুরা বাস স্ট্যান্ডের কাছে ৩০ ফুট গভীর খাদে লাশটি পড়ে থাকতে দেখে। বিষয়টি আমাকে জানালে আমি সঙ্গীয় ফোর্সসহ এসআই নাসিরুদ্দিন আহমেদকে ঘটনাস্থলে পাঠাই। তিনি লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।