ঢাকা পোস্ট স্বচ্ছ সংবাদ পরিবেশন করবে-পটুয়াখালীতে শাহজাহান মিয়া এমপি

ঢাকা পোস্ট পটুয়াখালীতে যে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে তার জন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানাই। ঢাকা পোস্ট পটুয়াখালীর উন্নয়ন ও অভাবের কথা বলবে। ঢাকা পোস্ট সচ্ছ সংবাদ পরিবেশন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাড. শাহজাহান মিয়া এমপি।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোর্ডস্থ ভবনে ইউএসবাংলার প্রতিষ্ঠান বিজয় বাংলার সহযোগী প্রতিষ্ঠান অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিতিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, পটুয়াখালী তথা বাংলাদেশে যত উন্নয়ন হচ্ছে সকল উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছে। বর্তমান সরকার আজ ক্ষমতায় আছে বলে আজ বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। দক্ষিণ অঞ্চলে যে উন্নয়ন হচ্ছে তার অংশীদার হবে ঢাকা পোস্ট।
সত্যের সাথে সন্ধি’ এই শ্লোগানকে সামনে নিয়ে পটুয়াখালীতে ঢাকা পোস্ট' উদ্বোধন অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপ্ন ব্যানার্জীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী ইকবাল, স্থানীয় দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন, প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি সংকর লাল দাস, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ আতিকুল আলম সোহেল, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক কোষাদক্ষ ও বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আবদুস সালাম আরিফ প্রমুখ। পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে এক বনাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হবে। এরআগে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়।