ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস-সাধারণ সম্পাদক সাজ্জাদ

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস-সাধারণ সম্পাদক সাজ্জাদ

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সভাপতি পদে কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ আলম তপু বিজয়ী হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে কার্টুনিষ্ট আবদুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম ও কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন আশরাফুল ইসলাম বিজয়ী হয়েছেন।

শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ূন এ ফলাফল ঘোষণা করেন।

এই নির্বাচনে ৩ হাজার ১৬০ জন ভোটাররের মধ্যে ২ হাজার ৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৫টি প্যানেলে ৮৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।