ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কার সংঘর্ষে আহত ৭

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী-শিশুসহ একই পরিবারের ছয়জনসহ সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে মহাসড়কের শেরপুর সরদারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৌলভীবাজারমুখী প্রাইভেটকারটি ঘটনাস্থলে আসামাত্র বিপরীতগামী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালকসহ যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে তিনজন নারী, এক শিশু ও তিনজন পুরুষ রয়েছেন।
সিলেট শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো্. এরশাদুল হক ভূঁইয়া বলেন, আহতরা একই পরিবারের সদস্য। তারা নবীগঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের বরাত দিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে এক নারী ও শিশুর অবস্থা গুরুতর। তাদের শরীরে জরুরিভাবে অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করা হয়েছে।
ভোরের আলো/ভিঅ/১১/২০২০