তামিমের মা করোনায় আক্রান্ত

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পরিবার থেকে একের পর এক করোনাভাইরাসে আক্রান্তের খবর আসছে। ভাই নাফিস ইকবাল আগেই আক্রান্ত হয়েছেন। এবার মা নুসরাত ইকবালের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমণ ধরা পড়েছে।
নিজেই সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন তামিম। এছাড়া চট্টগ্রামে নাফিসের দুই সন্তান ও বাড়ির গৃহকর্মীও করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনিবার সংবাদমাধ্যমে খবর আসে। আক্রান্ত হয়ে আগে থেকেই চিকিৎসাধীন মাশরাফীর শ্বাশুড়ী ও তার এক শ্যালিকা।
কভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপুও।
4Shares