তালতলীতে ইয়াবাসহ দুই ভাই আটক

মাদকবিরোধী অভিযানে বরগুনার তালতলীতে ৯৫ পিস ইয়াবাসহ দুই সহোদরকে হাতেনাতে আটক করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশারের নেতৃত্বে উপজেলা শারিকখালী ইউনিয়নে নলবুনিয়া গ্রামের হেমায়েত তালুকদারের দুই পুত্র সোহান (২২) ও তার বড় ভাই সজলকে (২৬) ইয়াবা বিক্রির প্রস্তুতির সময় আটক করা হয়।
এ সময় তাদের বসতঘর তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে।
এ ঘটনায় আটক দুই সহোদরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বরগুনা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার মুঠোফোনে বলেন, তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে নলবুনিয়া গ্রাম থেকে সোহান ও সজল নামে দু’সহোদরকে ইয়াবা বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।