তালতলীর ৬ ইউপিতে ভোট গ্রহন ১৫ জুন

তালতলীর ৬ ইউপিতে ভোট গ্রহন ১৫ জুন

বরগুনার তালতলী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। 

আজ সোমবার সকালে নির্বাচন কমিশন থেকে ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৫ জুন কড়াইবাড়িয়া, সোনাকাটা, পঁচাকোড়ালিয়া, বড়বগী, ছোটবগী ও নিশানবাড়িয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। শারিখখালী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় সেখানে ভোট হচ্ছে না। 

তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, যাচাই-বাচাই ১৯ মে, প্রতীক বরাদ্ধ ২৭ মে ও ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৫ জুন।

উল্লেখ্য, এই প্রথম ৬টি ইউনিয়নেই ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।