ঘুষ কেলেঙ্কারির মামলায় দুদকের বরখাস্ত কর্মকর্তা এনামুল বাছিরকে গ্রেফতার করা হয়েছে। ডিআইজি মিজানের সঙ্গে ঘুষ লেনদেনের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২২ জুলাই) রাত পৌনে ১১টার দিকে দুদকের পরিচালক ফানাফিল্যার নেতৃত্বে একটি টিম মিরপুরের দারুসসালাম থেকে এনামুল বাছিরকে গ্রেফতার করে। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন ।
এ বিষয়ে এনামুল বাছিরের আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন জানান, রাত পৌনে ১১ টার দিকে দারুসসালামের লালকুঠি এলাকা থেকে এনামুল বাছিরকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে অবৈধভাবে সম্পদ অর্জন, কমিশনের তথ্য পাচার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সাময়িকভাবে বরখাস্ত করে সংস্থাটি।