দেবী কালীর দশরূপে পূজা

দেবী কালীর দশরুপে পূজা। হিন্দু ধর্মালম্বীদের দেবী কালীর দশরুপে পূজা অনুষ্ঠিত হয় দত্তকেন্দুয়ায়।
শুক্রবার (১২ মার্চ) রাতে মাদারীপুর জেলার দত্তকেন্দুয়া চৌহদ্দি গ্রামে এ বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়।
প্রতি বছর ফাল্গুন মাসের অমাবস্যায় রাতে এ পূজা অনুষ্ঠিত হয়।
যে দশরুপে এ পূজা হয় কালী,তাঁরা, ষোড়সী,ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী,মাতঙ্গী, কমলা।
দেবী কালীর দশরূপে পূজা উপলক্ষে সকালে অত্রএলাকায় শোভাযাত্রা বের হয়।
মাদারীপুর জেলায় এমন পূজা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্য তার্থীরা পূজা দিতে দশরুপের এ মন্দিরে যায়।
পূজা শেষে অন্জলী দেয়া ও যজ্ঞ অনুষ্ঠিত হয় এবং প্রসাদ বিতরণ হয়।