দেশে করোনায় একদিনে মৃত্যু ১৭, শনাক্ত ১২৭৮

দেশে করোনায় একদিনে মৃত্যু ১৭, শনাক্ত ১২৭৮

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৪৭৭ জনে। একই সময়ে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৭৮ জন। 

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৭৭ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫৯৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।