নওগাঁয় নারী অধিকার শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় নারী অধিকার শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় জেলা পর্যায়ে নাগরিক জোট এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটসা উইমেনস রাইট্স প্রজেক্টের আর্থিক সহায়তায় ও ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি সহায়তায় নেট্জ বাংলাদেশ এর বাস্তবায়নে ডাসকো ফাউন্ডেশন এবং জেলা নাগরিক জোটের আয়োজনে ডাসকো ফাউন্ডেনের নির্বাহী পরিচালক ইসরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমানের, সিভিল সার্জন ডা. মুনিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ রকিবুল আক্তার, সমাজ সেবা নওগাঁর উপ-পরিচালক নুর মোহাম্মদ, ডাসকো ফাউন্ডেশন পোরশা নওগাঁর ট্রেনিং এন্ড এডভোকেসি অফিসার আবুল কালাম আজাদ ডাসকো ফাউন্ডেশন পোরশা নওগাঁর ফিল্ অফিসার ভানু রানী  সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক বিস্তারিত আলোচনা করেন।

ভিডিও দেখুন-