নকআউটে খেলবেন নেইমার

ব্রাজিলের মুখোমুখি দক্ষিণ কোরিয়া ,গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন নেইমার। কাতার বিশ্বকাপে নকআউট পর্বে ব্রাজিলের ম্যাচে নেইমার খেলবেন কোচ তিতে নিশ্চিত করেছেন ।দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামলে ম্যাচটি নেইমারের জন্য ১২তম বিশ্বকাপ ম্যাচ হবে।
পিএসজি তারকা মাঠে নামলে তার কাছ থেকে গোলও দেখতে চাইবে সবাই। এখন প্রশ্ন হচ্ছে টানা তৃতীয় বিশ্বকাপে গোলের দেখা পাবেন তো নেইমার?
এবারের বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই চোট পান নেইমার। রিচার্লিশনের জোড়া গোলে ম্যাচটা ২-০ ব্যবধানে জিতে ব্রাজিল। এরপর সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলা হয়নি তার।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামলে ম্যাচটি নেইমারের জন্য ১২তম বিশ্বকাপ ম্যাচ হবে। আগের ১১ ম্যাচে তার মোট গোল সংখ্যা ৬টি।
২০১৪ সালে প্রথম বিশ্বকাপ খেলেন নেইমার। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পাঁচ ম্যাচে ৪ গোল করেন তিনি। সবগুলোই গ্রুপ পর্বে। দল সেমিফাইনালে উঠলেও চোটের কারণে তিনি খেলতে পারেননি।
২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেন নেইমার। একটি গ্রুপ পর্বে ও অন্যটি নকআউট পর্বে।
নকআউট পর্বের গোলটি ছিল মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে গোল পাননি তিনি। ম্যাচটা ব্রাজিল হারে ২-১ ব্যবধানে।
সব প্রতিযোগিতা মিলিয়ে দশ নকআউট ম্যাচে নেইমারের গোল সংখ্যা ২টি। অন্য গোলটি ২০১৩ সালের কনফেডারেশন্স কাপের ফাইনালে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি হবে বিশ্বকাপের নেইমারের পঞ্চম নকআউট ম্যাচ।
৩০ বছর বয়সী নেইমার সব মিলিয়ে ব্রাজিলের হয়ে ১২২ ম্যাচে করেছেন ৭৫ গোল।