নদী রক্ষার লড়াইয়ে মানুষের অংশগ্রহণ জরুরি

নদী রক্ষার লড়াইয়ে মানুষের অংশগ্রহণ জরুরি

দেশের নদনদী রক্ষার লড়াইয়ে অংশ নিতে সব শ্রেণিপেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন নদীপ্রেমীরা। সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধানের একশ' ছবি নিয়ে 'নদী নেবে!' শিরোনাম ওই প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওই আহ্বান জানায় বক্তারা।

 সোমবার দুপুরে বরিশাল নদী বন্দরে, 'নদী নেবে!' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ওই আহবান জানানো হয়।

নতুন প্রজন্মের মাঝে নদনদীর রূপ ও প্রকৃতি জানানোর পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটের বিপন্নতা তুলে ধরতে দেশের চারটি নদী বন্দরে চলছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। 
বিশ্ব নদী দিবস-২০২০ উপলক্ষে শিশু সংগঠন 'ইকরিমিকরি' আয়োজিত সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনীতে সহযোগিতা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ। 

এর আগে গত রোববার ঢাকা নদীবন্দরে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ঢাকাসহ দেশের চারটি নদী বন্দরে চলছে এ আয়োজন।
প্রদর্শনীর দ্বিতীয় দিনে, বরিশালের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব এনায়েত হোসেন শিপলু, নদী দিবস উদযাপন পরিষদের আহবায়ক রণজিৎ দত্ত, নদী বাঁচাও আন্দোলনের বরিশাল বিভাগীয় সমন্বয়ক রফিকুল ইসলাম, পরিবেশ আন্দোলন নেতা শুভংর চক্রবর্তী, বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু। সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফিরদাউস সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, মুরাদ আহমেদ , সাইফুর রহমন মিরণ প্রমুখ বক্তব্য রাখেন।
আয়োজক সংস্থা 'ইকরিমিকরি' জানিয়েছে, ঢাকা নদীবন্দরে পাশাপাশি এক যোগে নারায়ণগঞ্জ, বরিশাল ও চাঁদপুর নদীবন্দরে প্রদর্শন হচ্ছে ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র। এতে বাংলাদেশের নদনদীর বিপন্নতা তুলে ধরেছে। একইসঙ্গে নতুন প্রজন্মের জন্য নদীর রূপ, প্রকৃতিও ফুটিয়ে তুলেছেন সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধান। 
উল্লেখ্য, সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধান, শিশু সংগঠন 'ইকরিমিকরি'র অন্যতম উদ্যোক্তা। সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা ও শিশুদের কাছে নদীর রূপ, প্রকৃতি তুলে ধরার জন্যে অনেকদিন ধরে কাজ করছেন সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধান এবং ইকরিমিকরি।