না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা ইউনুস আলী

যুদ্ধকালীন বৃহত্তর খুলনা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ও মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী ইনু (৮০) মারা গেছেন।
শনিবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বার্ধক্যজনিত নানাবিধ অসুস্থতায় গত ৩ আগস্ট থেকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ জানান, মৃত্যুকালে মুক্তিযোদ্ধা ইউনুছ আলী এক ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বাদ জোহর পাবলা সবুজ সংঘ মাঠে অনুষ্ঠিত হবে।
ভোরের আলো/ভিঅ/১৬/২০২০