না ভেঙেই সংস্কার হবে টিএসসি

না ভেঙেই সংস্কার হবে টিএসসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সংস্কার নিয়ে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৩১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান,  ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদারসহ স্থাপত্যবিষয়ক কর্মকর্তারা অংশ নেন। অপরদিকে, গণপূর্তের অতিরিক্ত প্রকৌশলীসহ একটি টিম অংশ নেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার বলেন, টিএসসি নিয়ে গণপূর্তের সঙ্গে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতবারের পরামর্শ অনুযায়ী টিএসসি না ভেঙে নকশা উপস্থাপন করেছে তারা। আর কিছুটা সংযোজন আছে। বিশ্ববিদ্যালয় এটিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চার সপ্তাহ পর আরেকটি সভা অনুষ্ঠিত হবে।


ভোরের আলো/ভিঅ/৩১/০১/২০২১