নিউইয়র্কে পালিত হল জিয়ার মৃত্যুবার্ষিকী

যুক্তরাষ্ট্র বিএনপি ৮ খণ্ডে বিভক্ত। বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্রের কমিটিতে দুর্দিনের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করায় এ বিভক্তি তৈরি হয়েছে। এ বিভক্ত অংশগুলো আলাদা আলাদাভাবে বিএনপি প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করছে। গত ২৯ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসে এ অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশ এবং এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া।
শুরুতে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে কোরআন থেকে পাঠের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিনের সঞ্চালনায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাসাসের কেন্দ্রীয় সেক্রেটারি চিত্রনায়ক হেলাল খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারি একান্ত সচিব আশিক রহমান, বিএনপি নেত্রী রিটা রহমান, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, নিউইয়র্ক স্টেট বিএনপির অন্যতম ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুল্লাহ, টেক্সাস বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বশীর, বিএনপি নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা-সভাপতি পারভেজ সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা মঞ্জুর আহমেদ চৌধুরী, সৈয়দা মাহমুদা শিরিন, আবুল হাশেম বুলবুল, নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, সৈয়দ এম রেজা, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।