নির্বাচনে জালিয়াতি হবে বলে  দাবি  প্রেসিডেন্ট ট্রাম্প

নির্বাচনে জালিয়াতি হবে বলে  দাবি  প্রেসিডেন্ট ট্রাম্প

নির্বাচনে জালিয়াতি হবে বলে বার বারই দাবি করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তিনি নির্বাচনের ফলাফল মানবেন না বলেও জানিয়ে দিয়েছেন। এমনকি চূড়ান্ত ফল সুপ্রিম কোর্ট থেকেই আসবে বলেও দাবি তার। বিষয়টা নিয়ে ভোটের আগেই নানা হিসাব নিকাষ করছেন ভোটাররা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবারই ট্রাম্পের শেষ প্রতিদ্বন্দ্বিতা। তুমুল বিতর্ক আর সমালোচনার মধ্যেই ট্রাম্প জয়ের স্বপ্ন দেখছেন। আর এজন্য নানা কৌশলও নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় কৌশল প্রতিপক্ষের প্রতি দায় চাপানো। 

ট্রাম্পের এই অবিশ্বাস ও শঙ্কা ঠিক কতটা তা নিয়ে তা নিয়ে জরিপ চালানো হয়েছে। প্রায় ১০ কোটি লোক এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছেন। কিন্তু এই ভোটারেরা নির্বাচনের ফল শেষ পর্যন্ত মানবেন কিনা, তা এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে।