নেপালকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

ভারতের জামশেদপুরে টাটা একাডেমি মাঠে বৃহস্পতিবার নেপালকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জয়ী দলের চার গোলদাতা আফিদা খাতুন, আকলিমা খাতুন, ইতি খাতুন ও শাহানা আক্তার রিপা।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ আসরে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল নেপাল। স্বাগতিক ভারতের কাছে ৭-০ গোলে হেরে আসর শুরু করেছিল তারা।
ভারতের কাছে বিধ্বস্ত হওয়া নেপালকে সমীহ করার কথা ম্যাচের আগে বলেছিলেন বাংলাদেশ কোচ। কিন্তু মাঠের লড়াই শুরু হতে না হতেই গোল পাওয়ার আনন্দ ফুটে ওঠে তার মুখে। ৪৪ সেকেন্ডে স্বপ্না রানীর কর্নারে আফিদার হেড চোখের পলকে জালে জড়ায়।