পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজে বিদায় সংবর্ধনা

পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজে বিদায় সংবর্ধনা

 

পটুয়াখালী ডিডব্লিউ এফ নার্সিং ইনস্টিটিউট ২০০৭ সাল থেকে সর্বদক্ষিনে,  যোগাযোগ বিচ্ছিন্ন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেক্টরে প্রথম কাজ শুরু করেন। ২০১১ সালে এসে DWF Community paramedic Institute অনুমোদন লাভ করে। 

শনিবার ১১ ই মার্চ সকাল ১১ ঘটিকায় জহির মেহেরুন নার্সিং কলেজ,  ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ২০১৯-২০২০ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। 

জহির মেহেরুন নার্সিং কলেজ এর যাত্রা লগ্ন থেকে সফলতার সাথে সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। 

বর্তমানে এই কলেজে ডিপ্লোমা ইন নার্সিং,  ডিপ্লোমা ইন মিডওয়াইফারী, বি এস সি ইন নার্সিং,  এম এস সি ইন নার্সিং কোর্স চলমান রয়েছে। 

উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শরিফুল ইসলাম মহোদয়,  জেলা প্রশাসক,  পটুয়াখালী। তিনি নার্সিং পেশার সকল ছাত্র-ছাত্রীদেরকে মমতার সাথে কাজ করার কথা বলেন। নার্সিং পেশা একটি মহান পেশা,  পেশার যথাযথ ব্যবহার করার জন্য এবং বিদায়ি শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করার কথা বলেছেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, আব্দুস কুদ্দুস মৃধা, সদস্য গভর্নিং বডি,  জহির মেহেরুন নার্সিং কলেজ পটুয়াখালী ও সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখা। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত,  সদস্য গভর্নিং বডি,  জহির মেহেরুন নার্সিং কলেজ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।  উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ জহিরুল ইসলাম,  প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,  জহির মেহেরুন নার্সিং কলেজ, পটুয়াখালী।  উপস্থিত ছিলেন,  মুজাহিদুল ইসলাম প্রিন্স,  সাধারণ সম্পাদক,  সম্মিলিত সাংস্কৃতিক জো,  পটুয়াখালী।  উপস্থিত ছিলেন,  রনজিৎ দত্ত,  সাধারণ সম্পাদক,  ক্যাব, বরিশাল।  উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে,  সভাপতিত্ব করেন,  মেহেরুন নেছা, চেয়ারম্যান,  জহির মেহেরুন নার্সিং কলেজ,  পটুয়াখালী। 

একটি শিক্ষা প্রতিষ্ঠানের,  অধ্যায়নরত সময়ের, সকল বিষয়গুলো নিয়ে, সবার মাঝে আলোকপাত করেন। ভবিষ্যতে যে যেখানেই থাকুক না কেন,  সবাই জেনো, তাদের কাজের জায়গাটাকে সবসময় পবিত্র রাখে সে বিষয়ে সবার মাঝে দিকনির্দেশনা দেন।

পরিশেষে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে, সবার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি করেন।