পটুয়াখালী প্রেসক্লাবের বিভিন্ন স্কুল-কলেজে মাস্ক বিতরণ

বৈশ্বিক কোভিড-১৯ করোনা সংক্রমন প্রতিরোধে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের পাঠ দান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ অবস্থায় শিক্ষক -শিক্ষার্থীদের মাস্ক ব্যবহারের জন্য পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্কুল- কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ এর কাছে সার্জিক্যাাল ফেস মাস্ক হস্তান্তর করা হয়েছে।
শনিবার ১১ সেপ্টেম্বর বেলা ১১টায় আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ এর কার্যালয়ে কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম এর কাছে দুই শত মাস্ক হস্তান্তর করা হয়। এ মাস্ক হস্তান্তর করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ ও কার্যকরী কমিটির সদস্য বিলাস দাস। এ সময় কলেজ শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক স্বপন কুমার খাসকেল। পরে শের-ই-বাংলা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি এর কাছে শিক।সক-শিক্ষাথীদের জন্য অনুরূপ মাস্ক হস্তার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, সিনিয়র শিক্ষক আঃ সালাম, মো. আশ্রাফ আলী, অর্পনা রানী, সালমা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ও লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী সহ অন্যান্য স্কুল ও কলেজের সার্জিক্যাল ফেস মাস্ক বিতরণ করা হবে বলে জানান প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী জানান।