পটুয়াখালীতে ইপিজেড স্থাপনের দাবী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পটুয়াখালীর আউলিয়াপুরের পঁচাকোড়ালিয়া মৌজায়র রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেট) স্থাপনের দাবীতে মানববন্ধন ও রোডমার্চ কর্মসূচি পালিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে উন্নয়নকামী জনগনের ব্যনারে এ কর্মসূচি অনুষ্ঠিত । মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয় মুখে রোডমার্চ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাংবাদিক জাকির মাহমুদ সেলিম, সাংবাদিক আব্দুস সালাম আরিফ, জেলা যুবলীগের নেতা গোলাম কিবরিয়া, অলিউজ্জামান রাসেল, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি জহিরুল ইসলাম ও নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, পটুয়াখালী বাসির সভাপতি মাহমুদুল হাসান রায়হান, ভিবিডির সভাপতি ওমর,জেলা মহিলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোসাঃ নাসিমা জাফর, মোসাঃ ফাতেমা আক্তার, খাদিজা আক্তার মুন্নি প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে রোড মার্চ শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সমনে কিছুক্ষন অবস্থান কর্মসূচী পালন করে।
বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিনাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কল্যানে ও এলাকার উন্নয়নে পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবী ইপিজেড স্থাপনের জন্য সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মহাসড়ক সংলগ্ন এলাকায় সরকারী ও বেসরকারী জমিতে ই পি জেড স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। উক্ত ইপিজেড বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান বক্তারা।
বক্তরা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম একটি সদর উপজেলার আউলিয়াপুরে ইপিজেড স্থাপন। বর্তমানে জায়গা নির্বাচনসহ খাসজমি প্রাপ্যতা শর্তে আশপাশে জমি অধিগ্রহণ চলছে।সম্প্রতি এ নিয়ে একটি কুচক্রিমহল বিরোধীতা করছে বলে মানব বন্ধনে বক্তারা দাবী করেন। ইপিজেড স্থাপন হলে এজেলায় কয়েক হাজার সরকারি বেসরকারি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অনেকে উদ্যোক্তা হবে। আশপাশের জমির মূল্য বাড়ার সাথে সাথে অবকাঠামোগত উন্নয়ন হবে।কিন্তু এলাকার ভূমিদস্যু ও উন্নয়ন বিরোধী একটি চক্র ইপিজেড স্থাপনের বিরোধী অবস্থান নিয়েছেন। বক্তরা দাবি করেন, উন্নয়ন বিরোধী ও ভূমিদস্যু চক্রের কাছে দেশ ও সরকার কখনোই মাথা নত করবেনা। তারা এই উন্নয়ন কর্মকান্ডে বাধাগ্রস্থ করে, ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করতে চায়। তাই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়ে বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পটুয়াখালীর আউলিয়াপুরের পঁচাকোড়ালিয়া মৌজায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেট) স্থাপনের জন্য অতিদ্রুত স্থানীয় সকল পদক্ষেপ নেওয়ার আহবান জানান।