পটুয়াখালীতে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পটুয়াখালীতে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পটুয়াখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ প্রতিষ্ঠার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

৩১ অক্টোবর বেলা ১১ টায় পিডিএসএ মাঠ থেকে জেলা জাসদের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয়  পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্র শুরু করে শহরের বিভ্ন্নি সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ করে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি এ্যাডভোকেট খন্দকার আব্দুল হাই, সাধারন সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, সহ-সভাপতি মুফতী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুজ্জামান চুন্নু, জাসদ নেতা মামুন খান, আয়ুব আলী মাদবর, খন্দকার ইউসুফ, আঃ রব, মোঃ জাকির হোসেন প্রমুখ। 

বক্তারা স্বাধীনতার পরপরই স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিকদের নিয়ে গড়া জাতীয় সমাজতান্ত্রীক দল- জাসদ আজ ৫০ বছর সুবর্ণ জয়ন্তী পালন করছে। জাসদ আজও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে শোষনমুক্ত - অসাম্প্রদায়িক আধুনিক উন্নত সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল আছে, থাকবে।