পটুয়াখালীতে টিকা-বার্তা জোরদারে জেলা পর্যায়ে টাউনহল মিটিং অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোভিড-১৯ প্রতিরোধ ; ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদার করন কর্মসূচীর আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিস্ট বিভাগসমূহের সাথে জেলা পর্যায়ে টাউনহল মিটিং অনুষ্ঠিত।
মঙ্গলবার ৩০ আগস্ট বিকাল ৩ টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের হলে সুশাসনের জন্য নাগরিক-সুজন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস দত্তের সভাপতিত্বে ও করোনা প্রতিরোধ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ও সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় টাউনহল মিটিং-এ প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ কবির হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস, মেডিকেল অফিসার ডাঃ আবু জাফর, জহির-মেহেরুন্নেছা নার্সিং ইনস্টিটিউনের পরিচালক ও জেলা সুজনের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি মেহেরুননেছা ।
আরও বক্তব্য রাখেন অধ্যাপিকা শিরিন নাহার, শিক্ষক সাইদুল হক আজাদ, পরিবার কল্যান সহকারী লুৎফুন্নাহার, ইমাম রেদওয়ানুল হক, পুরোহিত সমীর গাঙ্গলী, জেলা কৃষকলীগ নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ। কোভিড-১৯ প্রতিরোধ ; ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদার করন কর্মমসূচীর লক্ষ্য, উদ্দেশ্য, করনীয় ও চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দি-হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।
টাউনহল মিটিং-এ, জেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগসহ বিভিন্ন সরকারী-বে-সরকারী সংস্থার অর্ধশত প্রতিনিধি অংশগ্রন করেন। উপস্থিত ছিলেন দি-হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী আবুল হোসেন তালুকদার ও নিনা আফরিন।