পটুয়াখালীতে মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পটুয়াখালীতে মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

পটুয়াখালীতে  বর্ণিল আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

সোমবার (২৭ফেব্রুয়ারী) সকাল ১০ টায় স্থানীয় সার্কিট হাউজ চত্বর থেকে  ঢোলবাধ্য সহকারে শহরে এক আনন্দ শোভাযাত্রা বের করে।

পরে বঙ্গবন্ধু'র ম্যূরালে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন এমপি ও সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী ও সাংগঠনিক সম্পাদক মিতু সিকদারসহ নেত্রীবৃন্দ। 

পুনরায় মিছিল সহকারে আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে মিছিল শেষ করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পতাকা উত্তোলন করে দলীয় কার্যালয়ে কেককাটা পূর্ব জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেনের সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী'র উপস্থাপনায়  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। আলোচনা শেষে কেককাটেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নানসহ মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় অর্জনে মহিলা আওয়ামীলীগের সসর্বস্তরের  নেতা- কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকে মাঠে গিয়ে সরকারের বিশেষকরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগনের কাছে তুলে ধরার আহবান জানান।