পটুয়াখালীতে ৭৪ স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনে ২১লক্ষাধিক টাকার চেক প্রদান

পটুয়াখালীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ২০২১-২০২২ অর্থবছরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে ৭৪ টি সমিতিকে ২১ লক্ষ ৪০ হাজার টাকা অনুদানের চেক বিতরন অনুষ্ঠিত।
সোমবার (৩১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা-আইসিট) শেখ আবদুল সাদিদ এর সভাপতিত্বে ও মহিলা অধিদপ্তরের ডে- কেয়ার ইনচার্জ রেখা রানী হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন আকন। অনুদান প্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন মৌকরন ইউনিয়ন পরিষদের সদস্য ইসমত আরা। সভায় প্রধান অতিথি কাজী কানিজ সুলতানা হেলেন, সমিতির প্রধানদের হাতে অনুদানের চেক তুলে দেন।