পত্রিকা হকারদের সহায়তা দিলেন বোরহানউদ্দিন প্রেসক্লাব

পত্রিকা হকারদের সহায়তা দিলেন বোরহানউদ্দিন প্রেসক্লাব


ভোলার বোরহানউদ্দিনে পত্রিকা হকারদেরকে মানবিক  সহায়তা ও উপহার সামগ্রী দিলেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ। মঙ্গলবার (৫ মে)বিকেল সাড়ে ৪টায় বোরহানউদ্দিন প্রেসক্লাব কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ কাজের সূচনা করেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট আয়কর আইনজীবী আলহাজ্ব কামরুল আহসান চৌধুরী।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসনাইন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম সিরাজুল ইসলাম বাশার, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হাওলাদারসহ প্রেসক্লাবের কার্যকরী ও সাধারণ সদস্য বৃন্দ।

বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে রোদ- বৃষ্টি উপেক্ষা করে আপামর জনতার দ্বারে সংবাদ পৌঁছে দেয়া পত্রিকা হকাররা আজ কর্মহীন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর প্রভাবে কর্মহীন হয়ে পরা এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বোরহানউদ্দিনের ৬ জন হকারদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহারের তালিকায় রয়েছে চাল ২০ কেজি,আলু ২ কেজি, মশুরীডাল  ১ কেজি, পিঁয়াজ ১ কেজি, ছোলা ১ কেজি, চিড়া ১ কেজি, মুড়ি ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, খেজুর ৫শ’ গ্রাম, সেমাই ২ প্যাকেট, দুধ ১ প্যাকেট, সাবান ১ টি।

পরিশেষে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল আহসান চৌধুরী প্রেসক্লাবের সদস্যদের সচেতন থেকে কাজ করার আহ্বান জানান এবং সংবাদ কর্মীদের মধ্যে তার নিজস্ব অর্থায়নে পিপিই প্রদান করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ সোমবার রাতে রাজধানীর কাকরাইল এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১৭ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে।

তারা হলেন মো. হায়দার আলী (৪৪), মো. মাহমুদুল হাসান ওরফে মাসুম, মো. জামিরুল ইসলাম (২৪), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. শেখ আরাফাত ওরফে জনি (৪৮), মো. ইমরুল হাসান ওরফে ইমন (২৫), মো. সাইফুল ইসলাম (২৫), মো. মোজাম্মেল হক (৩৩), মো. শাহজালাল (২৪), মো. আক্তারুজ্জামান (৩০), মো. মাহমুদুল হাসান ওরফে সাব্বির (২৩), মো. আবিদ উল মাহমুদ ওরফে আবিদ (২২), মো. সোহাইল সরদার (৩৩), মো. ওবায়দুল ইসলাম ওরফে সুমন (৩০), মাহমুদ হাসান ওরফে শরীফ (১৮), মো. মাজেদুল ইসলাম ওরফে মুকুল ( ২৮) ও মো. সোহাগ হাসান (২০)।

সিটিটিসির এডিসি তৌহিদুল ইসলাম বলেন, আটকরা ইমাম মাহদীর সাথে সাক্ষাৎ করার আশায় তাবলিগ জামাতের ছদ্মবেশে তথাকথিত ‘হিজরত’ করার জন্য এক মাস আগে থেকে সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিলেন।

সিটিটিসি টিম সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাকরাইল মসজিদের গণস্বাস্থ্য অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে ১৯টি মোবাইল ফোন, ২ লাখ ৩৪ হাজার টাকা এবং ৯২২ ডলার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও এডিসি তৌহিদুল জানান।